ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

দলের নির্দেশনার বাইরে কাজ করার অভিযোগে

চকরিয়ায় দু’বিএনপি নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক ::  চকরিয়ায় দুই বিএনপি নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে কক্সবাজার জেলা বিএনপি। আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম চলানোয় এই দুই বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়। এরা হলেন, চকরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধরণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী ও উপজেলা বিএনপির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক এবং লক্ষ্যারচর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না ২০ নভেম্বর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই দু’নেতার বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া উপজেলা বিএনপির সাধরণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী বলেন, দু’নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দলের পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি তিনি জেনেছেন, দলের নির্দেশনার বাইরে যারা কাজ করবে তাদের বিষয়ে দলের হাইকমান্ড এভাবে সাংগঠনিক ব্যবস্থা নেবে। এ জন্য দলের সাথে সম্পৃক্ত সবাইকে দলের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে।

পাঠকের মতামত: