ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় দুই বেকারি-সহ ম্যানেজারদেরকে এক লাখ টাকা জরিমানা

জিয়াউল হক জিয়া, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় বিএসটিআই নির্দেশনা অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ও পরিবেশন করার দায়ে পৃথকভাবে দুই বেকারি-সহ ম্যানেজারদেরকে নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করেন উপজেলা প্রশাসন ও বিএসটিআই প্রশাসন।
সোমবার (১১ নভেম্বর) দিনের বেলায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরফান উদ্দিন বলেন- উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন, বিভিন্ন নির্মাণ সামগ্রীর দোকান ও বিভিন্ন বেকারীর কার্যক্রম পরিচালনা পরিদর্শন করি।
এসময় বিএসটিআই এর নির্দেশনা অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্যদ্রব্য তৈরি ও পরিবেশনের দায়ে বরইতলীর নতুন রাস্তার মাথা এলাকার হ্যালো ব্রেড এর ম্যানেজার আবু ছালেহকে ৫০ হাজার টাকা, এবং চিরিঙ্গার মগবাজারের স্টার ব্রেড বেকারী এর স্বত্বাধিকারী মো:ফোরকানকে ৫০ হাজার টাকা সহ মোট এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই নির্বাহী কর্মকর্তা।
অভিযানে বিএসটিআই এর জেলার ইন্সপেক্টর রনজিত কুমার মল্লিক ও চকরিয়া থানার এসআই আনিছ সহ একটি পুলিশের টিম।

পাঠকের মতামত: