ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় দুই এসএসসি পরীক্ষার্থীর ওপর বখাটের হামলা, বিক্ষোভ

সসস্টাফ রিপোর্টার, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় চলমান এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া দুই শিক্ষার্থীকে পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে বখাটেরা। এ সময় দুই ছাত্রের পরীক্ষার প্রবেশপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলারও চেষ্টা চালায়। এ সময় সহপাঠি পরীক্ষার্থীরা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গতকাল রবিবার পরীক্ষা শেষে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহত ছাত্রদের নিয়ে সহপাঠিরা বিক্ষোভ সহকারে গিয়ে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগটি থানার ওসির কাছে প্রেরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহেদুল ইসলাম।
আহত দুই পরীক্ষার্থী হল উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের বাণিজ্য বিভাগের ছাত্র মো. সাইফুল ইসলাম (১৭) ও বিজ্ঞান
বিভাগের নেজাম উদ্দিন (১৭)।আহত পরীক্ষার্থী নেজাম উদ্দিন জানায়, তার বাড়ি খুটাখালী ইউনিয়নের উত্তর পাড়ায়। প্রায় একমাস আগে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় একই এলাকার সাকিব নামের এক ছেলের সঙ্গে। এর জের ধরে সাকিবের ভাই মো. তুষারের নেতৃত্বে ৭-৮জন একদল বখাটে পরীক্ষা কেন্দ্রের সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকে। পরীক্ষা শেষ হওয়ার পর কেন্দ্র থেকে বের হওয়া মাত্রই বখাটেরা তাকে এবং অপর পরীক্ষার্থী সাইফুল ইসলামকে শার্টের কলার ধরে টেনে-হিচড়ে পাশ্ববর্তী বাউন্ডারী দেওয়া মাঠের ভেতর নিয়ে গিয়ে ব্যাপকভাবে পেটাতে থাকে। এতে তাদের নাক-মুখে প্রচ- আঘাত পেলে রক্ত বেরুতে থাকে। এ সময় খবর পেয়ে অপরাপর ছাত্ররা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মোহাম্মদুল হক। তিনি বলেন, ‘পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনা জানার পর আহত পরীক্ষার্থীদের ইউএনও স্যারের কাছে পাঠিয়েছি।’
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাহেদুল ইসলাম বলেন, ‘কেন্দ্রের সামনে এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনায় জড়িত বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানার ওসিকে অনুরোধ করেছি।’
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, ‘পরীক্ষার্থীর ওপর হামলায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

পাঠকের মতামত: