ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ডেঙ্গু আক্রান্ত যুবক খোকনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  চকরিয়া পৌর এলাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম খোকন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গত বুধবার সকালে তার মৃত্যু হয়। সাইফুল চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর সিকদারপাড়া এলাকার বাসিন্দা। নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, চকরিয়া পৌর এলাকায় নানা কারণে জন্ম হচ্ছে এডিস মশা। এর মাধ্যমে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে অভিজ্ঞরা মনে করছেন।

এদিকে খোকনের মৃত্যুতে এলাকার মানুষের মাঝে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গতকাল এশারের নামাজের পর লক্ষ্যারচর সিকদার পাড়া জামে মসজিদ মাঠ নামাজে তার জানাজা হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইফতেখারুল ইসলাম হানিফ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার ওয়ার্ডের বাসিন্দা খোকন মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: