ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ডিবি পুলিশের অভিযান: ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার তিনজন গ্রেপ্তার

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল এবং চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ। রোববার (১৪ ফেব্রুয়ারী) ভোর রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজার জেলা ডিবি পুলিশের চৌকস অফিসার শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে ৬টি চোরাই মোটর সাইকেলসহ তিনজনকে গ্রেফতার করেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে একাধিক চক্র জেলা এবং জেলার বাইর থেকে কৌশলে মোটর সাইকেল চুরি করে চকরিয়ার খুটাখালীস্থ মেধাকচ্ছপিয়ার পাহাড়ি জনপদের ডেরায় মজুদ করছিল। গোপনে বিষয়টি জানতে পেরে রোববার ভোররাতে সেখানে অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের একটি টিম। অভিযানকালে চোর চক্রের অন্যতম সদস্য মেধাকচ্ছপিয়া এলাকার আবদুস শুক্কুরের ছেলে মো.তারেক (২১), জহির উদ্দিনের ছেলে শাহরিয়া (২৪) ও আবদুস ছালামের ছেলে নুরুল আমিনকে (২৩) গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৬টি চোরাই মোটর সাইকেলও উদ্ধার করা হয়েছে।

ডিবি ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

পাঠকের মতামত: