ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ট্রাকচাপায় বাইকচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় দ্রুতগামী ট্রাকের চাপায় মোহাম্মদ রিদুয়ান (১৯) নামে এক মোটরবাইক চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফাঁসিয়াখালীস্থ হক স্কয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইক চালক মোহাম্মদ রিদুয়ান বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা বনপুর এলাকার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে। সে ভাড়ায় বাইক চালাতো।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক মাকসুদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সোয়া ১১টায় নিহতের পরিচয় মেলেছে। দুর্ঘটনায় পতিত গাড়ি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।

 

পাঠকের মতামত: