ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্থ ধান ও সবজি ক্ষেত

স্টাফ রিপোর্টার, চকরিয়া :: চকরিয়ায় টানা তিনদিনের বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার অন্তত ১০টি ইউনিয়নের ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছে গাবাদিপশুর মালিকরা। 

গত শনিবার থেকে টানা বৃষ্টিতে উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে আছে। ওই এলাকার ধান ও সবজিক্ষেত নষ্ট হয়ে পড়েছে। এছাড়া পাহাড় ধসের আশঙ্কায় রয়েছে ২ হাজারের অধিক বসতি।
এদিকে চিরিঙ্গা-মানিকপুর সড়কের পাহাড়তলী এলাকায় চলাচলের সড়ক ধসে পড়েছে। এতে যান চলাচল বন্ধ রয়েছে।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক বলেন, সড়কটি সংস্কারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কাজ চলমান রয়েছে। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্থ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শন করেছেন।
বরইতলী ইউনিয়নের স্থানীয় লোকজন বলেন, এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাস করা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, চৌয়ারফাঁড়ি ও ঢেমুশিয়া জলমহালের স্লুস গেট খুলে দেওয়া হয়েছে। বৃষ্টির পানি যাতে দ্রুত সরে যেতে পারে এ লক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে।

পাঠকের মতামত: