ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় জাতীয় উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এম.মনছুর আলম, চকরিয়া ::  “উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় উপজেলার আটার ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভার সমন্বয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১অক্টোবর (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে উন্নয়ন মেলার এ প্রস্তুতিমুলকভাবে অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় উন্নয়ন মেলার সার্বিক বিষয় ও করণীয় নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এছাড়াও মেলার নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরফাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম আর মাহমুদ, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাহউল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসি আক্তার, চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোর্শেদ, উপজেলা সমবায় কর্মকর্তা এম.এ মন্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের আহসান, চকরিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.মনছুর আলম, চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, ডেমুশিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আলম জিকু, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইচার, উপজেলা এনজিও সমন্বয়ক মোহাম্মদ নোমানসহ সংশ্লিষ্ট দপ্তরের সরকারী কর্মকর্তা, ইউপি সচিববৃন্দরা।

উল্লেখ্য, সারা দেশের ন্যায় সরকারের গৃহীত পদক্ষেপের আলোকে আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ৩ দিনব্যাপী চকরিয়া উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ পাশ্বোক্ত শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পৌর কমিউনিটি সেন্টারের মাঠ) এ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ১৮ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভাসহ সরকারী বিভিন্ন দপ্তর, এনজিও সংস্থার স্টল অংশ গ্রহণ করবে।

পাঠকের মতামত: