ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় জাগরণ সমাজ সেবক সংঘের গীতা শিক্ষালয় উদ্বোধন

zzzচকরিয়া প্রতিনিধি:

চকরিয়া উপজেলা জাগরণ সমাজ সেবক সংঘের উদ্যোগে শাহাপুরা জলদাশ পাড়ায় গতকাল শুক্রবার সকাল ১১টায় গীতা শিক্ষালয় শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন চকরিয়া উপজেলা জাগরণ সমাজ সেবক সংঘের সভাপতি নরোত্তম জলদাশ। প্রধান অতিথি উপস্থিত ছিলেন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি মাষ্টার মিলন কান্তি দে, পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তপন কান্তি সুশীল, সদস্য সুধাংশু বিমল সুশীল, উপজেলা অদ্বৈত অচ্যুত মিশনের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি লিটন দাশ, কৈয়ারবিল এমইউপি সদস্য রূপন দাশ, উপজেলা সনাতনী সেবক সংঘের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বৈষ্ণব, জাগরণ সমাজ সেবক সংঘ সাধারণ সম্পাদক শ্রীনন্দ দাশ, মনোরঞ্জন দে গণেশ, পৌর পূজা উদ্যাপন পরিষদ সদস্য তপন কান্তি দাশ, তরছঘাট দুর্গাবাড়ী মন্দির উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক অনীল দাশ, সমাজ সেবক রাজীব দাশ, ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুমন দাশ। এতে সভাপতিত্ব করেন শাহপুরার সমাজ সেবক কালী দাশ। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রণব চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করেন শাহারবিল ইউনিয়ন জাগরণ সমাজ সেবক সংঘের সভাপতি কুশেল দাশ। সহযোগীতায় : উৎপল দাশ ও রগুনাথ দাশ এবং লিমন। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-সুবোধ দাশ, রোকেল দাশ, প্রিয়াংকা দাশ, সজিব দাশ, রাজীব দাশ, মনিভদ্র দাশ, সুব্রত দাশ, জনি দাশ, বাপ্পা দাশ, মুন্নি দাশ। ##

পাঠকের মতামত: