ঢাকা,মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

মারধর করে রুমে তালাবদ্ধ রাখা ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: চকরিয়ায় ছেলেকে মারধর করে রুমে তালাবদ্ধ করে রাখার পর তার ঝুলন্ত লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১১ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাহারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাহপুর গ্রামে। নিহত তাওসীফ (১৮) ওই এলাকার মো. ছাবের আহমেদের ছেলে।

তাওসীফের মা জানান, কয়েকদিন ধরে ছেলে ও বাবার মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে মা ও বাবা দুজনেই ছেলে তাওসীফকে মারধর করে ঘরের একটা রুমে তালাবদ্ধ করে রাখেন। সন্ধ্যায় তালা খুলে দেখতে পান তাদের ছেলের লাশ ফ্যানের সাথে ঝুলে আছে।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, সাহারবিলে তাওসীফ নামের এক ছেলের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে রাতেই লাশটি উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত: