ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ছাত্রীকে ইভটিজিং করায় এক বখাটের ২০হাজার টাকা জরিমানা

Exif_JPEG_420

এম.মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত ও ইভটিজিং করার দায়ে জাবেদুল ইসলাম (৩২) নামে এক বখাটে যুবককে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

বৃহস্পতিবার (১৫মার্চ) বিকাল ৪টার সময় উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট ষ্টেশনে প্রকাশ্যে জনতার সামনে ভ্রাম্যমান  আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি এ আদেশ প্রদান করেন। যুবক জাবেদুল ইসলাম ওই ইউনিয়নের উত্তর লক্ষ্যারচর এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র বলে জানাগেছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর এ প্রতিবেদককে জানান,উপজেলার কৈয়ারবিল-লক্ষ্যারচর সড়ক দিয়ে আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যাওয়া-আসা করার সময় ওই ছাত্রীকে দীর্ঘ দিন ধরে নানা ভঙ্গিমা দেখিয়ে উত্ত্যক্ত করে আসছিল বখাটে যুবক জাবেদুল ইসলাম। বুধবার সন্ধ্যার দিকে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর অভিভাবক বখাটে যুবকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে থানার এস আই জুয়েল চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে লক্ষ্যারচর ষ্টেশন থেকে তাকে আটক করে। বৃহস্পতিবার বিকালে আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে বলে জানান।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিকালে লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট ষ্টেশনে স্থানীয় জনতার সামনে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত ও ইভটিজিং করার দায়ে জাবেদুল ইসলাম নামের যুবককে ভ্রাম্যমান আদালত বসিয়ে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এলাকায় যেন কেউ এ ধরণের আর কোন ঘটনা না করে এবং জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি লক্ষ্যে স্থানীয় জনতার সামনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয় বলে তিনি জানান। এ সময় স্থানীয় লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, সাবেক চেয়ারম্যান হাজ্বী নুরুল কবির, আমজাদিয়া মাদ্রাসার অধ্যক্ষ, ইউপি সদস্য আবুল কালাম, লক্ষ্যারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমসহ এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: