ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ছাত্রলীগ নেতা তারেকের উপর হামলায় কেন্দ্র থেকে তদন্ত কমিটি

চকরিয়া নিউজ ডেস্ক :: 
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সদস্য তারেকুল ইসলাম রাহাতের উপর হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ তদন্ত কমিটি গঠন করেছে। তারেক গত ২৭এপ্রিল রাত ১২টার দিকে চকরিয়ার মগবাজারে এ হামলা মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন। হামলার সুষ্টু বিচারের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে মো: নাজিম উদ্দিন ও মাহবুব খানের সমন্বয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

২৯এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে।গঠিত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে সুপারিশ সহ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ছাত্রলীগ নেতা তারেকের উপর হামলার ব্যাপারে জানতে মুঠোফোনে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়ের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরহান মাহমুদ রুবেল বলেন, আমরা এই হামলার নিন্দা জানাই এবং কেন্দ্র থেকে গঠিত কমিটিকে সুস্থ তদন্তের স্বার্থে সর্বাত্মক সহযোগীতা করা হবে বলে জানান।

পাঠকের মতামত: