ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় চোরা-গাছ আর বালুভর্তি গাড়ী জব্দঃআটক-২

জিয়াউল হক জিয়া, চকরিয়া ::  কক্সবাজারের চকরিয়ায় পৃথক অভিযানে  অবৈধভাবে পাচারকালে ধাওয়া করে গাছ আর বালুভর্তি ২টি ডাম্পার গাড়ী জব্দ সাথে ২ব্যক্তিকে আটক করেন-সংশ্লিষ্ট বনবিভাগ।

শুক্রবার পাগলিরবিল এলাকা থেকে গাছভর্তি গাড়ী ও একইদিন দুপুর ১২ দিকে পালাকাটা থেকে বালুভর্তি ডাম্পার গাড়ী জব্দ সাথে দুইলোককে আটক করা হয়।

এবিষয়ে ডুলাহাজারা বনবিট কর্মকর্তা অবনি কুমার রায় জানান,চুরি করে অবৈধভাবে বন ঢুকে পাচারকারীরা গাছ কর্তন আর বালু উত্তোলন করে।পরে তারা বনবিভাগের লোকজন কোথায় আছে গোপনে পাহারা দিয়ে এসব পাচার করে।গোপন এমন সংবাদ পেয়ে ফাঁসিয়াখালী রেঞ্জকর্মকর্তার নেতৃত্বে আমি ও সঙ্গীয় স্টাপ নিয়ে গাড়ীগুলো  ধাওয়া করে,পৃথক-পৃথক স্হান থেকে গাড়ীগুলো জব্দ করি।এসময় গাছের গাড়ীর চালক পালিয়ে গেলেও,বালুভর্তি গাড়ীর চালক-পাচারকারী দুইজনকে আটক করা হয়েছে।পরে একইদিন বিকেলে জব্দকৃত অবৈধ গাড়ীগুলো সহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

পাঠকের মতামত: