ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় চোখে মরিচের গুড়া ছিটিয়ে ছিনতাইয়ের শিকার মহিলা কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় চোখে মরিচের গুড়া ছিটিয়ে ফারহানা ইয়াছমিন ফোরকান (৩৫) নামে এক নারী কাউন্সিলরকে পিটিয়ে আহত করে নগদ টাকা, মোবাইল সেটও হাতের স্বর্ণের চুড়ি লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। এসময় তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন। রোববার (২১ মে( রাত পৌনে ১২টার দিকে চকরিয়া পৌরসভার পালাকাটা আকবরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফারহানা ইয়াছমিন ফোরকান চকরিয়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও চকরিয়া পৌরসভা মহিলা আওয়ামী লীগের আহবায়ক।

এ ঘটনায় তিনজনকে আসামী করে গতকাল সোমবার চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

আহত কাউন্সিলর ফারহানা ইয়াছমিন বলেন, রোববার রাতে দলীয় বৈঠক শেষে চকরিয়া পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলমের চকরিয়া পৌরসভার পালাকাটাস্থ বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। এসময় পথে পালাকাটা
আকবরিয়া পাড়া এলাকায় পৌছলে একদল দূর্বৃত্ত তার রিকশার গতিরোধ করে চোখে মরিচের গুড়া ছিটিয়ে মারেন।

নারী কাউন্সিলর ফারহানা ইয়াছমিন ফোরকান বলেন, মরিচের গুঁড়ো ছিটিয়ে দেওয়ার পরপর আমি চোখে কিছু দেখতে না পেয়ে যন্ত্রনায় ছটফট করছিলাম। এসময় দূর্বৃত্তরা আমার ব্যাগে থাকা নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা, মোবাইল সেট ও স্বর্ণালংকার এবং একটি বিচারের খালী স্ট্যাম্প ছিনিয়ে নিয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় একটি শালিস বিচার পক্ষে না যাওয়ায় সম্ভবত দুবৃর্ত্তরা আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলার ঘটনা ঘটিয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পৌরসভার নারী কাউন্সিলর ফারহানা ইয়াছমিন ফোরকানের মরিচের গুঁড়ো ছিটিয়ে ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: