ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় চেয়ারম্যান বাড়িতে আটকিয়ে ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত শাকিব আটক

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে সাবেক চেয়ারম্যানের পুরাতন বাড়িতে কৌশলে আটকিয়ে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অবশেষে পুলিশ প্রধান অভিযুক্ত শাকিলকে আটক করেছে। গতকাল শনিবার রাতে থানা পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার লক্ষ্যারচরস্থ ছিকলঘাট এলাকার বাড়ি থেকে শাকিলকে আটক করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি বখতিয়ার চৌধুরী। আটক শাকিল ওই এলাকার মোহাম্মদ ইউছুপের ছেলে।

অপরদিকে গতকাল বিকালে চকরিয়া থানার ওসি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ডেকে পাঠিয়ে আক্রান্ত ওই শিক্ষার্থী ও তাঁর মাকে থানায় এনেছেন। এ ঘটনায় গতকাল রাতে চকরিয়া থানায় লিখিত এজাহার দায়ের করতে প্রস্তুতি নিচ্ছিলেন আক্রান্ত শিক্ষার্থীর মা মিনুআরা বেগম। ওই ছাত্রী লক্ষ্যারচরস্থ আমজাদিয়া রফিকুল উলুম মাদরাসার অষ্টম শ্রৈণীতে পড়ছেন। তাঁর বাড়ি ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামে। বাবা বেঁেচ নেই। মা থাকলেও তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত।

স্থানীয় লোকজন জানায়, ঘটনার দিন ২৪ মার্চ ওই শিক্ষার্থী বাড়ির অদুরে আমজাদিয়া এতিম প্রকল্পের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। ওইসময় ৪-৫জনের বিপদগামী যুবক সামনে উপস্থিত হয়ে অতর্কিত ‘ছু’ মেরে শিক্ষার্থীর হাত থেকে মোবাইল ফোনসেট লুটে নিয়ে যায়। এসময় অবস্থা বেগদিক দেখে ওই শিক্ষার্থী মোবাইলটি উদ্ধারে হামলাকারী যুবকদের পিছু নেয়। একপর্যায়ে মোবাইলটি নিয়ে বিপদগামী যুবকরা দৌঁড়ে লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি নুরুল কবির চৌধুরীর পুরাতন বাড়িতে ঢুকে পড়ে। সেখানে ওই শিক্ষার্থী উপস্থিত হলে কৌশলে তাকে আটকিয়ে অভিযুক্ত যুবকরা ধর্ষণ করে।

আক্রান্ত ওই শিক্ষার্থী অভিযোগ করেছেন, ঘটনার সঙ্গে জড়িত রয়েছে লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকার শাকিব, তাঁর সহযোগি মাহিন, নয়ন ও শরীফ। অভিযুক্তদের মধ্যে শাকিব ঘটনার মুল নাটের গুরু।

পাঠকের মতামত: