ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় চেক প্রতারণা মামলার আসামী গ্রেপ্তার

এম.জিয়াবুল হক, চকরিয়া ::
চকরিয়ায় পুলিশের অভিযানে নুরুল ইসলাম (৩৮) নামের চেক প্রতারণা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চকরিয়া পৌর শহরের চিরিংগা বাসষ্টেশন পাড়া এলাকা থেকে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সাজাপ্রাপ্ত নুরুল ইসলাম পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের বাসষ্টেশন এলাকার মৃত নজির আহমদের ছেলে।
পুলিশ সুত্রে জানাগেছে, চকরিয়া পৌরসভার চিরিংগা বাসষ্টেশন এলাকায় সাজাপ্রাপ্ত পালাতক এক আসামী অবস্থান করার খবর পেয়ে চকরিয়া থানার এসআই আকবর মিয়ার নেতৃত্বে পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। ওইসময় অভিযানে আদালতের পরোয়াভুক্ত পাঁচবছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চেক প্রতারণা মামলার পাঁচবছরের সাজাপ্রাপ্ত পালাতক এক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আজ শুক্রবার আদালতে পাঠানো হবে। #

পাঠকের মতামত: