ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

চকরিয়ায় চিরিঙ্গা ইউনিয়নে ঘরে ঘরে খাদ্য পৌঁছালেন উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  প্রতিদিনের বিতরণ কর্মসুচির অংশহিসেবে শনিবার সকালে করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে ঘরবন্দি কর্মহীন সাধারণ মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছালেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী। তিনি শনিবার ৪ এপ্রিল সকালে উপজেলা পরিষদ কার্যালয় থেকে চিরিঙ্গা ইউনিয়নের আওয়ামীলীগ নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কর্মহীন সাধারণ মানুষের জন্য খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান।

সরকারি বরাদ্দের পাশাপাশি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী ব্যক্তিগত উদ্যোগে ২৭ মার্চ শুক্রবার থেকে প্রতিদিন উপজেলার তিনশতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। মুলত করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে বাড়িতে বন্দি হয়ে পড়া মানুষ যাতে খাবার নিয়ে কোন সংকটে না পড়েন সেজন্য এখন থেকে প্রতিদিন তিনশত পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হিসেবে তিন কেজি চাল, দুই কেজি আটা ও এক কেজি করে মসুর ডাল বিতরণের উদ্যেগ নিয়েছেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।#

পাঠকের মতামত: