এম.জিয়াবুল হক,চকরিয়া :::
কক্সবাজারের চকরিয়ায় উপজেলার খুটাখালী এলাকার চিংড়িজোন থেকে ডাকাতির প্রস্তুতি কালে জনতা ধাওয়া করে লম্বা বন্দুকসহ মনজুর আলম (৪২) নামের এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার দিবাগত রাতে ইউনিয়নের বহলতলী এলাকার চিংড়িজোন থেকে তাকে আটক করা হয়। আটক মনজুর আলম উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের শফিকুর রহমানের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, শুক্রবার দিবাগত রাতে চিংড়িঘেরে ডাকাতির প্রস্ততি নেয়াকালে খবর পেয়ে জনতা ধাওয়া তরে মনজুর আলমকে দেশীয় তৈরী একটি লম্বা বন্দুকসহ আটক করেন। ওইসময় অপরাপর ডাকাতরা পালিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, জনতা ধাওয়া করে অস্ত্রসহ ডাকাত আটকের খবর পেয়ে এসআই আলমগীরের নেতৃত্বে পুলিশের একটিদল রাত আড়াইটার দিকে আহত অবস্থায় তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। #
পাঠকের মতামত: