ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় চিংড়ি ঘের কর্মচারী খুন মামলার প্রধান আসামি ইসহাক অবশেষে গ্রেফতার

এম জিয়াবুল হক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের নতুনঘোনা নামক মৎস্য ঘেরে কর্মচারী আজিজুর রহমান হত্যাকান্ডের প্রধান আসামি ঘটনার মূল কিলার মোহাম্মদ ইসহাককে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ মে) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে উপজেলার চিরিঙ্গা

ইউনিয়নের পালাকাটা এলাকা থেকে চকরিয়া থানার ওসির নেতৃত্বে পুলিশ দল ওই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত ইসহাক চিরিঙ্গা ইউনিয়নের মৃত কবির আহমদের ছেলে।

হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। তিনি বলেন, আগেরদিন মঙ্গলবার রাত আনুমানিক নয়টার দিকে মৎস্য ঘেরের বাসার একটি বৈদ্যুতিক বাল্ব এর ঘটনা নিয়ে তর্কাতর্কির সময় ঘের কর্মচারী আজিজুর রহমানকে ছুরিকাঘাত করে ঘাতক ইসহাক। পরে আহতাবস্থায় তাকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত আজিজকে মৃত্যু ঘোষণা করেন।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। এরই মধ্যে একইদিন রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ঘাতক ইসহাককে অবশেষে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

পাঠকের মতামত: