স্টাফ রিপোর্টার, চকরিয়া :
বিশেষ পাঠদানের নামে কোচিং বাণিজ্য বন্ধের জন্য সরকারের কড়া নির্দেশনা থাকলেও কক্সবাজারের চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তা মানছেন না। বিশেষ পাঠদানের নামে ৬০০ টাকা করে বিদ্যালয়ের ৬ষ্ট থেকে নবম শ্রেণির অন্তত ১২০ জন ছাত্র-ছাত্রীর কাছ থেকে আদায় করতে না পেরে তাদেরকে নিয়মিত ক্লাসও করতে দিচ্ছে না। এমনকি গতকাল বৃহস্পতিবারসহ তিনদিন ধরে নিয়মিত ক্লাস করতে গেলেও এসব শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে বের করে দেওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। অনেক অভিভাবক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও মৌখিকভাবে জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার।
নবম শ্রেণির ছাত্র মোজাফ্ফর আহমদ, আবু তাহের, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ হানিফসহ বিভিন্ন শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থী দৈনিক চকরিয়া নিউজকে জানায়, প্রধান শিক্ষক নুরুল মোস্তফা বিদ্যালয়ে বিশেষ ক্লাস বা পাঠদানে বাধ্য করে আসছিল শিক্ষার্থীদের। বিপরীতে প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে হাতিয়ে নিচ্ছিল ৬০০ টাকা করে। কিন্তু যেসব শিক্ষার্থীর পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়, তাদেরকেও একই পরিমাণ টাকা দিতে চাপ সৃষ্টি করে। বিভিন্ন ক্লাসের এ ধরণের গরীব পরিবারের অন্তত ১২০ জন ছাত্র-ছাত্রী টাকা দিতে না পারায় গত তিনদিন ধরে বিদ্যালয় থেকে বের করে দিচ্ছে, নিয়মিত ক্লাসও করতে দিচ্ছে না।
এ ঘটনায় ক্ষুদ্ধ এলাকার অভিভাবকেরা জানান, অনেক আবেদন-নিবেদনের পর সরকার তিনবছর আগে দুর্গম বমু বিলছড়ি ইউনিয়নে একমাত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। এর পর থেকে প্রধান শিক্ষক নুরুল মোস্তফা নানা অনিয়ম-দুর্নীতির হাট বসায়। এমনকি গতবছরের অক্টোবর মাসে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রাণি করার সময় এলাকার লোকজনের হাতে ধরা পড়ে সে। বিষয়টি জনপ্রতিনিধি ও পুলিশ পর্যন্ত গড়ালে শেষতক ওই ছাত্রীকে বিয়ে করে ঘরে তুলে।
বক্তব্য নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরূপ চাকমার ব্যবহৃত মুঠোফোনে অসংখ্যবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাহেদুল ইসলাম দৈনিক চকরিয়া নিউজকে বলেন, ‘এলাকার অভিভাবকেরা এ বিষয়ে আমাকে মৌখিকভাবে অবহিত করেছেন। এর পর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি দেখভাল করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনতগত পদক্ষেপ নেওয়া হবে।’
তবে অভিযুক্ত প্রধান শিক্ষক নুরুল মোস্তফা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার বিদ্যালয়ে কয়েকদিন আগে অভিভাবক সমাবেশ হয়েছে। ওই সমাবেশে যেসব শিক্ষার্থীর বাবা অথবা মা উপস্থিত হননি তাদেরকে বের করে দেওয়া হয়।’ বিশেষ পাঠদানের নামে কোন টাকা নেওয়া হচ্ছে না বলেও তিনি দাবি করেন।
প্রকাশ:
২০১৬-০২-২৬ ১৬:১৭:৩৭
আপডেট:২০১৬-০২-২৬ ১৬:১৭:৩৭
- চকরিয়ার ফাঁসিয়াখালীতে সন্ত্রাসী হামলায় বিএনপির সেক্রেটারীসহ ২জনকে কুপিয়ে জখম
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- চকরিয়ার মালুমঘাটে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
- প্রশাসনকে সকল দলের প্রতি বৈষম্যহীন আচরণ করতে হবে
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- ডুলাহাজারা সাফারি পার্কে বন্যপ্রাণী শিকার করতে গিয়ে বন্দুক রেখে পালালো ২ জন
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
- চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
পাঠকের মতামত: