ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ডভ্যান চাপায় কলিম উল্লাহ (৬০) নামের এক পথচারী নিহত হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) দুপুর ১ টার দিকে উপজেলার নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে নিহতের বাড়ি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ফুলেরছড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জনায় সোমবার দুপুরে চট্টগ্রাম থেকে ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে একটি কাভার্টভ্যান কক্সবাজারের দিকে যাচ্ছিল। ভ্যানটি চকরিয়ার নলবিলা গেইট এলাকা পর্যন্ত পৌঁছলে পথচারী কলিম উল্লাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় চালক ও হেলফার পালিয়ে যায়।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মিজান দুর্ঘটনায় এক ব্যক্তি নিহতের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করেন। এসময় দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত: