ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

চকরিয়ায় কল্যাণ পার্টির নির্বাচনী ক্যাম্প পোড়ানোর ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজার-১ আসনের চকরিয়ার বিএমচরে বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নির্বাচনী ক্যাম্প পোড়ানো ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোর রাতে কল্যান পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আল আমিন ভূঁইয়া রিপন বাদি হয়ে ৯জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ১৬-১৭জনকে আসামী করে মামলাটি করা হয়। এই মামলার এজাহারনামীয় ৩নং আসামি গিয়াস উদ্দিন (৪৫) গ্র্রেপ্তার করেছে পুুলিশ। তাকে বৃহস্পতিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।

ধৃত গিয়াস উদ্দিন বিএমচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ দক্ষিণ বহাদ্দরকাটার নুরুল কবিরের ছেলে।

এই মামলায় এজাহার নামীয় ৯ জনের মধ্যে প্রধান আসামি করা হয়েছে ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বদিউল আলমকে।

এই তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী নাদিম। তিনি বলেন, বুধবার ভোরে নির্বাচনী ক্যাম্পে আগুন লাগানোর অভিযোগে মামলাটি করা হয়। এই মামলার একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত: