ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় আইনজীবি সমিতির নির্বাচনে শাহ আলম সভাপতি ও আবু ছালেহ সম্পাদক নির্বাচিত

adalat chakaria 27-1-16এম.জিয়াবুল হক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি পদে শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে আবু ছালেহ নির্বাচিত হয়েছেন।বুধবার এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্টিত নির্বাচনে ৪৩ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১১ টি পদের মধ্যে সাতটি পদে ভোটাভুটি হয়। এতে ভোটের মাধ্যমে সহসাধারণ সম্পাদক (হিসাব) পদে মো. মঈনুদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি পদে মিরাজুল হক চৌধুরী, সদস্য পদে যথাক্রমে নুরুল কাদের, শফিউল মোস্তফা, গোলাম সরওয়ার নির্বাচিত হন। বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে মফিজুর রহমান, আহমদ হোছাইন, আপ্যায়ন সম্পাদক পদে ওমর ফারুক ও পাঠাগার সম্পাদক পদে মিজবাহ উদ্দিন নির্বাচিত হন। বিকেল পাঁচটায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সহকারি নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আনোয়ারুল আলম ও সাইদুর রহমান। #

পাঠকের মতামত: