নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের চকরিয়ায় ১টি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলিসহ মো. সেলিম নেওয়াজ (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার সেলিম নেওয়াজ চকরিয়ার শমশের পাড়ার ফিরোজ কলোনির মৃত কবির আহম্মদের ছেলে।
শুক্রবার (৮ জুলাই) রাত পৌনে ১২টায় চকরিয়া পৌরসভা সদরের ২নং ওয়ার্ড শমশের পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, ‘শমশের পাড়ার সেলিম নেওয়াজের ঘরে মাদক কেনা-বেচার খবর পেয়ে শুক্রবার রাত পৌনে ১২টায় অভিযানে যায় র্যাব। এসময় সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘরের আনলার নিচ থেকে ১টি ওয়ানশুটার গান, ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই অস্ত্র মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো বা ফাঁসানোর কাজে ব্যবহার করতো বলে জানায়। তার বিরুদ্ধে ফেনী সদর থানা ও চকরিয়া থানায় ২টি মামলা রয়েছে। গ্রেপ্তার সেলিম নেওয়াজকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
পাঠকের মতামত: