ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন ও পাচার বন্ধে  বনবিভাগের অভিযান, দুইটি ট্রাক জব্দ 

সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে এবং আশপাশের ছড়াখালে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারকাজ বন্ধে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জ অফিসার এর নেতৃত্বে  বনকর্মীরা দিবারাত্রি অভিযান অব্যাহত রেখেছে।
এরই অংশ হিসেবে শুক্রবার রাতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক দিয়ে পাচার করার সময় অবৈধ বালু ভর্তি দুটি ডাম্পার ট্রাক জব্দ করেছে বনকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মো মেহেরাজ উদ্দিন।
রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিন বলেন, উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে ইতোপূর্বে   অবৈধ বালু উত্তোলন ও পাচারকাজ বন্ধ থাকলেও সম্প্রতি সময়ে বালু লুটেরা চক্র ফের সক্রিয় হয়ে উঠেছেন৷ এ অবস্থায় ফাসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিটের বনকর্মীদের একটি টিমকে সার্বক্ষনিক বালু পাচার বন্ধে মহাসড়কে অভিযানে নামানো হয়েছে।
তিনি বলেন, অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক দিয়ে পাচারকালে অবৈধ বালু ভর্তি দুইটি ডাম্পার ট্রাক জব্দ করেছে বনকর্মীরা। বালু পরিবহনে জড়িতরা ওইসময় বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরে গাড়ি দুটি ডুলাহাজারা বিট হেফাজতে নেওয়া হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা মোঃ মেহেরাজ উদ্দিন বলেন, সরকারি বন ও বনজ সম্পদ রক্ষাকল্পে কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের বনকর্মীরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। একইভাবে বালু লুটেরা চক্রের বিরুদ্ধে বনবিভাগের   এ অভিযান অব্যাহত থাকবে। #!

পাঠকের মতামত: