ঢাকা,মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় অজ্ঞাতরোগে দুই গরুর মৃত্যু ম্যাজিষ্ট্রেট দেখে পালিয়ে গেছে কসাই

এম.জিয়াবুল হক,  চকরিয়া ::  চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হালকাকারা তিন বটগাছতলা এলাকার এক কৃষক পরিবারের দুইটি পালিত গরু অজ্ঞাত রোগে মারা গেছে। গতকাল দুপুরে গরু দুইটি মারা গেলেও কতিপয় মহলের চক্রান্তে একটি গরু ২০ হাজার টাকা দামে স্থানীয় কসাইকে বিক্রি করতে উদ্যোগ নেন কিছু উৎসাহী মানুষ। ওইসময় ঘটনাটি জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) খোন্দকার ইখতেয়ার উদ্দিন আরাফাত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে ম্যাজিষ্ট্রেট যখন উপস্থিত হচ্ছিলেন, তখন মরা গরুর পেটে মাথা রেখে কান্না করছিলেন কৃষাণী। তবে ওইসময় ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি আঁচ করতে পেরে মরা গরু কিনতে আসা কৌশলী কসাইদল পালিয়ে যায়। এর ফলে স্থানীয় লোকজন ছাড়াও চকরিয়া শহরের সর্বস্তরের জনসাধারণ মরা গরুর মাংস কেনা থেকে রক্ষা পেয়েছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম। তিনি বলেন, ঘটনাস্থলে ম্যাজিষ্ট্রেট উপস্থিত হলে মরা গরু কিনতে আসা কসাইদল পালিয়ে যায়। পরে মারা যাওয়া দুইটি গরু কৃষকের বসতবাড়ির অদুরে জমিতে মাটি চাপা দেয়া হয়েছে।

পাঠকের মতামত: