চকরিয়া প্রতিনিধি :
চকরিয়ায় বদরখালী-মহেশখালী সড়ক লাগোয়া পৌরসভা এলাকায় দুটি দোকান বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ভস্মিভুত হয়ে গেছে। এতে দোকান মালিকের অন্তত প্রায় ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২৯জানুয়ারী(সোমবার)সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডস্থ খোদারকুম এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
চকরিয়া সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জি.এম মহিউদ্দিননের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, সোমবার সকালের দিকে বেলাল উদ্দিনের মালিকানাধীন টমটমের গ্যারেজে কাজ করছিল শ্রমিকরা। এসময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট হলে মুহুর্তের মধ্যেই দোকানে ভিতরে আগুন লেগে যায়। এসময় টমটম গ্যারেজের পাশ্বোক্ত আলতাফ হোসেনের বেডিং হাউজের দোকানেও আগুন লেগে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।
এ অগ্নিকান্ডের ঘটনায় টমটম গ্যারেজ মালিক বেলাল উদ্দিনের ও আলতাফ হোসেনের বেডিং হাউজ পুড়ে অন্তত ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন দোকান মালিকরা।এদিকে, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে ছুটে যান চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো.আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর মো. জাফর আলম কালুসহ স্থানীয় ব্যক্তিবর্গ।মেয়র আলমগীর চৌধুরী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পৌরসভার পক্ষ থেকে যতটুকু সম্ভব আর্থিক ভাবে সহযোগীতা দেয়ার আশ্বাস দেন।
পাঠকের মতামত: