ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ার সাব রেজিস্ট্রার এ.এস.এম.শামছুজ্জামান চাঁদপুরে বদলী

চকরিয়া সংবাদদাতা ::
চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার এ.এস.এম.শামছুজ্জামান চাঁদপুর বদলী হয়েছেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, অফিসকে দুর্নীতিমুক্ত রাখতে প্রচেষ্টায় ছিলাম।
বিদায় উপলক্ষে আজ ১ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায় সাব-রেজিস্ট্রার মিলনায়তনে চকরিয়া দলিল লিখক সমিতির পক্ষ থেকে  তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সহকারী দলিল লিখক হাফেজ সাইফুদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন, চকরিয়া দলিল লিখক  মাসুদুল ইসলাম মাসুদ। চকরিয়া দলিল লিখক সাইফুল আজমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সাবেক সাব-রেজিস্ট্রার এ.এস.এম.শামছুজ্জামান।
বক্তারা বলেন, সকলেই তার পথ অনুসরণ করে কর্মদক্ষতা অর্জন করতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে। এ সময় অনুষ্টানে বিদায়ী সাব রেজিস্ট্রার জীবনের নানাদিকের স্মৃতিচারণ করে আবেগপূর্ণ বক্তব্য প্রদান করেন।তরুণ দলিল লিখক রাজিব মোহাম্মদ রাহাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চকরিয়া সাব রেজি: অফিসের দলিল লিখক আনোয়ারুল ইসলাম পটু, মোঃ হায়দার আলী, দলিল লিখক মহিউদ্দিন।উপস্থিত ছিলেন, দলিল লিখক ফজলেহ উদ্দিন জোসেফ, মুজিবুল হক, আলহাজ্ব ফরিদুল ইসলাম, আলহাজ্ব আকতার আহমদ, রেজাউল করিম, সামাদুল করিম রুবেল, কায়েম উদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্টানে সহ দলিল লিখক, নকলনবিশ, অফিস কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: