ঢাকা,মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

চকরিয়ার মাষ্টার গিয়াস উদ্দিন ভারতে দেবী শেঠি না. হার্ট হাসপাতালে চিকিৎসাধীন, সকলে দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের (অবসর প্রাপ্ত) প্রধান শিক্ষক ও চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের ঘনশ্যাম বাজার সংলগ্ন মোহাম্মদ হোছাইন সওদাগর পরিবারের কৃতি সন্তান এম. গিয়াস উদ্দিন মাষ্টার ভারতের ব্যাংগালোতে অবস্থিত দেবী শেঠির নারায়না হার্ট হাসপাতালে চিকিৎসার জন্যে আজ ৭ আগষ্ট বুধবার বিকালে তিনি কক্সবাজার বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে স্ব-পরিবারে রওয়ানা দেন। তিনি ব্যাংগালোর দেবী শেঠির নারায়না হার্ট হাসপাতালে ভর্তি হয়ে হার্টের (CABG) বাইপার্স সার্জারী করাবেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন। তিনি উন্নত চিকিৎসার জন্যে স্ব-পরিবারে ভারত গেছেন। গিয়াস উদ্দিন মাষ্টারের সাথে তার স্ত্রী ও বড় সন্তান রয়েছে। তিনি উন্নত চিকিৎসার জন্যে ব্যাংগালোতে ১৫দিন থাকার পর দেশে ফিরে আসবেন বলেও জানান।
এদিকে এম. গিয়াস উদ্দিন মাষ্টারের দ্রুত সময়ে শাররীক সুস্থতার জন্য চকরিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ, ছাত্র-শিক্ষক আত্বীয়-স্বজন, ভানুধায়ী ও এলাকাবাসীসহ সবার কাছে দোয়া কামনা করেছেন।

পাঠকের মতামত: