ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ার মালুমঘাটে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

ডুলাহাজার (চকরিয়া} প্রতিনিধি ::

চট্রগ্রাম-কক্সবাজার হাইওয়ে সড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট হাসিনা পাড়া রাস্তার মাথা সংলগ্ন হাইওয়ে সড়কের পূর্ব পাশে দাড়িঁয়ে থাকা  মোঃ শাহেদ (৭) নামক শিশুটিকে ১৬ এপ্রিল বিকাল ৪টা ১৫মিনিটের সময় শান্তি পরিবহন বাস গাড়ীটি বেপোয়ারা গতিতে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয়েছে।যার  বাস নং-সাতক্ষিরা  ব-১১-০০০৪৮ জব্ধ করেছে

জানা যায়, নিহত শিশু মোঃশাহেদ(৭) ডুলাহাজারা ১নং ওয়ার্ডের হাসিনা পাড়া গ্রামের দুবাই প্রবাসি শাহাব উদ্দিনের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, শিশুটি তার মা নুর বানুর সাথে শষ্যক্ষেত থেকে আসার সময় এ র্দূঘটনা ঘটে, এলাকাবাসী এগিয়ে  এসে শিশুটিকে উদ্ধার করে মেমোরিয়াল খ্রীষ্টান চিকিৎসা নিয়ে যাওয়া হলে কর্বত্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। হাইওয়ে পুলিশ খবর পেলে ঘাতক বাসটি ডুলাহাজারা বাজারে আটক করেছে এসআই মোতালেব ও জসিম।

এবিষয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইন্সপেক্টর (ইনর্চাজ) মোঃআলমগীর বলেন, সাংবাদিকের কাছ থেকে বিকেলে সড়ক র্দূঘটনার খরবটি দিলে, সাথে-সাথে ঘাতক গাড়ীটি ডুলাহাজারা বাজারে আটকানো হয়।পরে ফাড়িতে নিয়ে আসা হয়েছে।

পাঠকের মতামত: