এইচ এম রুহুল কাদের, চকরিয়া : “মাদক- জুয়া একেবারেই নয়, খেলা ধুলায় মিলবে জয় ” শ্লোগান নিয়ে মানিকপুর তরুণ ফুটবল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে ।
আজ ৪ই জুন (জুমাবার) বিকাল ২টায় চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত হয় । রুহুল কুদ্দুস কাশমীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াল্টন প্লাজা কক্সবাজার শাখা ম্যানেজার রুহুল আমিন, খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন, তাশফিকুল ইসলাম ফরহাদ, জয়নাল আবেদীন, সুমন্ত বড়ুয়া।
উক্ত খেলার আরো উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য রুহুল কাদের নয়ন, খেলোয়াড় কাইছার হামিদ, নুরুল হক , সাবেক খেলোয়াড় কফিল উদ্দিন, আবু বক্কর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এহসানুল হক সহ এলাকার বিশিষ্ট জনেরা ।
পাঠকের মতামত: