ঢাকা,শনিবার, ৯ নভেম্বর ২০২৪

চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন গিয়াস উদ্দিন চৌধুরী

চকরিয়া অফিস ::

চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী। তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও শাররীক খোঁজ খবর নেন। তিনি বৃহস্পতিবার সকাল ৯টায় চিরিঙ্গা ইউনিয়নে মাছঘাট, সওদাগরঘোনা ও বুড়িপুকুর এলাকায় গণসংযোগ করেন। এসময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরীর কাছে এলাকার নানান সমস্যা তুলে ধরেন স্থানীয়রা। তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সব ধরণের উন্নয়নের আশ্বাস দেন। এরপর তিনি পালাকাটা উচ্চ বিদ্যালয়ে আওয়ামীলীগ নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেন।

এসময় উপস্থিত ছিলেন, চিরিঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান কেএম ছালাহউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আহমদ কবির, জাফর আহমদ সিআইপি, সাবেক সভাপতি নুরুল আলম, কামাল আহমদ, ইউপি সদস্য শেখ সালাহউদ্দিন, সাবেক যুবলীগ সভাপতি শাহ আলম হৃদয়। একইদিন সকাল ১১টার দিকে শাহারবিল ইউনিয়নের রামপুর ও চৌয়ারফাড়ি এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। সেখানে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে স্থানীয় আওয়ামীলীগ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, পেকুয়া আওয়ামীলীগের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, মোজার আহমদ মেম্বার, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন।

এদিকে বিকাল তিনটার কোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পরিষদে চেয়ারম্যান দিদারুল হক সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, বিএমচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদিউল আলম, মাতামুহুরী থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বাহাদুর আলম বাদশা, হামিদ, লায়েক, আনোয়ার মেম্বার সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

অপরদিকে সন্ধ্যা ৭টার দিকে বদরখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান খাইরুল বশরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, বদরখালীর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদার, আওয়ামীলীগ সভাপতি নুরে হোসেন আরিফ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, আওয়ামীলীগ নেতা সাহাবউদ্দিন সাকিল, হেফাজত সিকদার, তারেকুল ইসলাম মেম্বার, নুরুল আমিন, ইকবাল দরবেশী মেম্বার।

পাঠকের মতামত: