ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

চকরিয়ার বরেণ্য আলেম মাওলানা মোজাহের আহমদ স্মরণে ইছালে সওয়াব ও দোয়া মাহফিল

অলি উল্লাহ রনি, চকরিয়া:  চকরিয়ার সাহারবিল আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার সাবেক অধ্যক্ষ বরেণ্য আলেমেদ্বীন ও শিক্ষাবিদ মরহুম আলহাজ্ব মাওলানা মোজাহের আহমদ (রঃ)’র স্মরণে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ইছালে সওয়াব ও দোয়া মাহফিল শনিবার মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। কর্মসূচির শুরুতে সকাল ৯টায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার মুহাদ্দিস শায়খুল হাদিস মাওলানা মকছুদ আহমদের সভাপতিত্বে দোয়া মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়ার সাহারবিল আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুচ আনওয়ারী আল আযাহারী, অধ্যক্ষ মাওলানা ওমর হামজা, অধ্যক্ষ মাওলানা আবুল কালাম মুরাদ, অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন ফারুকী, অধ্যক্ষ আবু নাঈম আযাদ, অধ্যক্ষ মাওলানা নুরুদ্দোজা, অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম (বারবাকিয়া ইউপি চেয়ারম্যান), মাওলানা এহেছানুল হক (পীর), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা মুরশেদুল হক, হাফেজ মাওলানা রশিদ আহমদ, উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, পালাকাটা দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা নুরুল হোছাইন, মাদরাসার প্রাক্তন ছাত্র ও রাজনীতিক সরওয়ার আলম, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, মাওলানা ছরওয়ার আলম ও এম. আবদুল মান্নান এম.এ, মাওলানা ছাইফুল্লাহ নূরী।

এতে উপস্থিত ছিলেন ম্যানগ্রোভ এসেটস লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হক, মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. নূরুল আবছার ছিদ্দিকী, প্রাক্তন ছাত্র মরহুম মাওলানা নুরুদ্দোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মাওলানা এনামুল হক প্রমুখ ব্যাক্তিবর্গ। এসময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার বিভিন্ন শ্রেণির প্রাক্তন শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাদরাসার প্রাক্তন ছাত্র ও চকরিয়া মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হেদায়াত উল্লাহ। পরে মরহুম মাওলানার বিদেহী রুহের মাহফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য জান্নাতের উচ্চ মর্যাদা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মুহাদ্দিস শায়খুল হাদিস মাওলানা মকছুদ আহমদ।

পাঠকের মতামত: