ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্ক গেট ইজারা নিয়ে অনিয়ম, পার্কে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া  ::

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের গেট ইজারাদার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। সর্বোচ্চ ৯৫ লাখ ৫০ হাজার টাকার দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে দ্বিতীয় স্থানে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৮৫ লাখ টাকায় গেট ইজারা দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। সর্বোচ্চ দরদাতা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সজিব কনস্ট্রাকশন এমনটা উল্লেখ করে ৩১ মে (শুক্রবার) বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগকারী সজিব কনস্ট্রাকশনের মালিক চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী চকরিয়া নিউজকে বলেন, ‘আমার প্রতিষ্ঠানটি দীর্ঘ ২০ বছর ধরে উন্নয়ন কাজ করে আসছে। এখানে অভিজ্ঞতার ধুয়া তুলে সংশ্লিষ্টরা মূলত মোটা অঙ্কের টাকার ঘুষ বাণিজ্য করে জামায়াতি সিন্ডিকেটের প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার পাঁয়তারা করছে।’ তবে পার্কের প্রকল্প পরিচালক এবং চট্টগ্রাম বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ বলেন, ‘পার্কের গেট ইজারায় কোটি টাকা দর দিলেও সর্বোচ্চ ১ম দরদাতার অভিজ্ঞতা কম থাকায় দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান মেসার্স রিজভী কনস্ট্রাকশনকে ইজারা দিতে সুপারিশ করা হয়েছে। অপরদিকে পার্কের গেট ইজারা নিয়ে ১ জুন (শনিবার) সকালে ১ম সর্বোচ্চ দরদাতাকে বাদ দিয়ে ২য় দরদাতা গেট দখল করে টিকিট বিক্রির চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পার্ক কর্তৃপক্ষ বাদ্য হয়ে টিকিট কাউন্টার বন্ধ করে দেন। ফলে পার্কের আসা হাজার হাজার দর্শনার্থী টিকেট না পেয়ে ফিরে গেছে বলে জানিয়েছেন অনেকে।বর্তমানে সাফারী পার্ক ইজারা নিয়ে কতৃপক্ষের সৃষ্ট সমস্যার পার্ক কতৃপক্ষ ও দু ইজারাদারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় আতংকিত এলাকাবাসী।

পাঠকের মতামত: