ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার পূর্ব বড় ভেওলা’র প্রিন্সিপাল আকবর আহমদের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা, নানুপুর বিশ্ববিদ্যালয় কলেজ এবং বারো আউলিয়া ডিগ্রী কলেজের সাবেক প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আনিস পরিবারের কৃতি সন্তান আকবর আহমদ আজ ১২ জুলাই সোমবার ভোর ৫ টা ৫৫ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি — রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বৎসর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

আজ ১২ জুলাই সোমবার আছরের নামাজের পর চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের অনিচ পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক বিবৃতিতে দিয়েছেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল ।

পাঠকের মতামত: