ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চকরিয়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আবরার এর ফলাফলের উচ্চসিত প্রশংসায় প্রধানমন্ত্রী

প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ্্উদ্দিন আহামেদ (সি.আই.পি)’র পুত্র, কক্সবাবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড ট্রাষ্টির সদস্য, অ-বিভক্ত হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম ফজলুল করিম সিকদার ও বৃহত্তর চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি মরহুম আজীম শরীফের দৌহিত্র আবরার আহামেদের ফলাফলের উচ্চসিত প্রশংসা করেছেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। উল্লেখ্য গত ২০ মে সন্ধ্যায় আবরার আহামেদ প্রধান মন্ত্রীর সরকারী বাস ভবন “গণ ভবন” এ সৌজন্য সাক্ষাত করতে যান। এসময় প্রধান মন্ত্রী অষ্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি হতে সদ্য ইলেক্ট্রীকেল ইঞ্জিরিয়ারিং এবং বিজনেস এর উপর সর্বোচ্চ ডিগ্রীধারী আবরারের ফলাফল জানতে চান। আবরার তাঁর ফলাফল প্রধান মন্ত্রীকে অবহিত করলে- প্রধান মন্ত্রী বেশ সন্তুষ্ট হন এবং বলেন- “তোমাদের মতো ভালো ফলাফল অর্জণ করা উচ্চ শিক্ষিতরাই দেশে- বিদেশে সর্বক্ষেত্রে যোগ্যতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন পুর্বক বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করবে-এটিই আমার দৃঢ় বিশ^াস- কারণ দ্রুত পরিবর্তণশীল এ বিশে^ প্রাকৃতিক নিয়মেই আমাদের একটি প্রজন্মের বয়স এবং কর্ম ক্ষমতা আস্তে আস্তে ফুরিয়ে আসতে শুরু করায়, ভবিষ্যতের সম্ভাব্য শূণ্যতা তোমাদেরই পূরণ করতে হবে”। ইঞ্জিনিয়ার আবরার আহামেদ সম্প্রতি একটি আন্তর্জাতিক পরামর্শক সংস্থায় “পরামর্শক” হিসেবে চাকুরী লাভ করেছেন এবং সেখানে যোগদানের উদ্দেশ্যে গত ২১ মে বাংলাদেশ ত্যাগ করেছেন। তিনি তাঁর ভবিষ্যত সফলতায় সর্ব মহলের দোয়া প্রার্থী।

পাঠকের মন্তব্য

পাঠকের মতামত: