ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার এক শ্রমিককে সৌদি আরবে গুলি করে হত্যা

guli kore hottaচকরিয়া অফিস :

চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী এলাকার কবির হোসেন (৪০) নামের এক নির্মাণ শ্রমিককে সৌদি আরবে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ জুলাই রাত ৯টার দিকে তাকে হত্যা করা হয়।

সৌদি আরব থেকে পেকুয়ার উপজেলার সদর ইউনিয়নের মোরার পাড়ার মোঃ বাবুল ফোন করে জানান; কবির হোসেন সৌদি আরবের আবাহা মাহাইল এলাকায় এক সৌদির ঘর নির্মাণে শ্রমিকের কাজ করতো। সেখানে ওই নির্মাণাধীন ঘরের মালিক সৌদির (নাম পাওয়া যায়নি) সাথে পারিশ্রমিকের পাওনা নিয়ে কথাকাথাটি হয়। এক পর্যায়ে ওই সৌদি কোমর থেকে পিস্তল বের করে তাকে গুলি করে হত্যা করে। মোঃ বাবুল আরও জানান; কবির হোসেনের লাশ মাহাইলের একটি হাসপাতালে এখনও পড়ে আছে। এখনও পর্যন্ত এ হত্যাকান্ডের কোন তদন্ত হয়নি। এব্যাপারে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালীর নিহত কবির হোসেনের ছোট ভাই আবদুল গফুর তার বড় ভাইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: