ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ার ইলিশিয়া জমিদার বাড়ির ওয়ালিদ ইবনে মোস্তাক চৌধুরী বাদল মিয়া আর নেই

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিদারবাড়ির সন্তান বিশিষ্ট সমাজ সেবক, দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব ওয়ালিদ ইবনে মোস্তাক চৌধুরী (বাদল মিয়া) আর নেই। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় তিনি ইলিশিয়া জমিদার বাড়ির নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাদল মিয়া পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের পোকখালী রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা। এদিকে ওয়ালিদ ইবনে মোস্তাক চৌধুরী তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন বিদ্যালয়ের এসএম সি সভাপতি মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টু। প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন টিপু। তাঁরা বলেন, একজন সমাজ সংস্কারক অভিভাবক হারালাম। তাঁরা বিবৃতিতে মরহুমের বিদেহী আতœার মাগফিরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

পাঠকের মতামত: