ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

ফাঁসিয়াখালী ইউনিয়নে ভোট হবে ইভিএম-এ

চকরিয়ার অবশিষ্ট ৮ ইউপি নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া  ::
চকরিয়া উপজেলার ২৮ নভেম্বার ১০ইউনিয়নে নির্বাচন শেষ হওয়ার  পর  অবশিষ্ট ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। বুধবার (১০ নভেম্বর) দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই তফসিল ঘোষণা করা হয়।

চতুর্থ ধাপের নির্বাচনে চকরিয়ার ৮ টি ইউনিয়ন যথাক্রমে চিরিঙ্গা, বরইতলী, হারবাং, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, খুটাখালী, সুরাজপুর-মানিকপুর ও বমুবিলছড়ি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ফাঁসিয়াখালী ইউনিয়নে ভোট হবে ইভিএম-এ।

তফসিল অনুযায়ী, প্রার্থীদের ২৫ নভেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করতে হবে। মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে ২৯ নভেম্বর। বাছাইয়ে বৈধ প্রার্থীরা ২ ডিসেম্বরের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। ৬ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।

এর আগে চকরিয়ার ১৮ ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ২৮ নভেম্বর। এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

 

পাঠকের মতামত: