ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়াতে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭৪তম শাখা উদ্বোধন

এইচ এম রুহুল কাদের, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের ১৭৪তম শাখা উদ্বোধন করা হয়েছে।
২ অক্টোবর (রবিবার) বিকাল ৩টায় চকরিয়া পৌরসভার সিটি সেন্টার মার্কেটের ২য় তলায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম এমপি। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন- সোশ্যাল ইসলামি ব্যাংকের চেয়ারম্যান ড.মো: মাহবুব উল আলম।

প্রধান অতিথি জাফর আলম এমপি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত, কারণ দুটি ইসলামী ব্যাংকের এমডি চকরিয়ার শন্তান, আশাকরি তাঁরা চকরিয়ার শিক্ষিত বেকার যুবকদের দিকে খেয়াল রাখবেন,চকরিয়া উন্নয়নে অর্থনৈতিকভাবে সিংগাপুরের মত হবে বলে আশাবাদী,এবং মৎস্য এবং কৃষি উদ্যোক্তাদের জন্য সহজভাবে ঋণ দেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী,চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন। এছাড়াও সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: