ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়া সাহারবিল ইউপি’র নির্বাচনে চেয়ারম্যান পদে নাগরিক কমিটির ব্যানারে লড়বেন ছরওয়ার

ুুুুুএম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নাগরিক কমিটির ব্যানারে লড়বেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ৯০ এর স্বৈরচার বিরোধী আন্দোলনে রাজপথ কাঁপানো ছাত্রনেতা ছরওয়ার আলম। ইতোপুর্বে তিনি সাহারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। জনগনের ভালবাসা ও অকুণ্ঠ সমর্থনের ফলে তিনি এবারও চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন। তবে এবার তিনি চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন জনগনের মনোনীত তথা নাগরিক কমিটির ব্যানারে। এ লক্ষে ২২মার্চ উপজেলার কাকারাস্থ হযরত শাহ ওমর (রা:) মাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সকল স্থরের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের অংশ গ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। এতে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের অনুরোধে তিনি এবারও চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে উপস্থিত সকলকে কথা দেন। ওইসময় বক্তব্য রাখেন সাহারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক আবু ছালাম কালা বাবু, সিনিয়র সহ-সভাপতি এসএম ইউছুপ রানা, সাবেক ছাত্রনেতা ও তরুন আওয়ামীলীগ নেতা আনোয়ার শাদত সুমন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর উন নবী, সহ-সম্পাদক ছরওয়ার আলম, মো.আইয়ুব, কামাল মেস্ত্রী, শ্রমিক নেতা বেলাল উদ্দিন, ৮নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ, সাধারণ সম্পাদক মো.ফারুক, ৭নম্বর ওয়ার্ড সভাপতি কামাল উদ্দিন, ৫নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আবদুল হামিদ, ৮নম্বর ওয়ার্ড বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি জাফর আলম ও আবদুল হাকিম মেজাজী প্রমুখ। #

পাঠকের মতামত: