ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

চকরিয়া সরকারি কলেজের ১৯ শিক্ষক শিক্ষিকাকে প্রভাষক পদে চুড়ান্ত নিয়োগ

এম জিয়াবুল হক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া সরকারি বিশ্বিবদ্যালয় কলেজ এর ১৯ জন শিক্ষক শিক্ষিকাকে অবশেষে রাস্ট্রপতির আদেশক্রমে প্রভাষক পদে চুড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার ৯ জুলাই জাতীয় বিশ্বিবদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানজিলা খানম স্বাক্ষরিত ও জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ১৯৬৮ সনে প্রতিষ্ঠিত চকরিয়া উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া সরকারি কলেজ ২০১৬ সালে সরকারিকরণের তালিকাভুক্ত হয়। আধুনিক মান সম্পন্ন শিক্ষাকে সহজ ও সাশ্রয়ে সাধারণ শিক্ষার্থীদের দৌড় গোড়ায় পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসনের অংশ হিসেবে ২০১৮ সালে চকরিয়া সরকারি কলেজ সরকারি গেজেটভুক্ত হয়।
এরই অংশ হিসেবে সর্বশেষ গতকাল সোমবার ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে চকরিয়া সরকারি কলেজ এর ১৯ জন শিক্ষক শিক্ষিকাকে মহামান্য রাস্ট্রপতির আদেশক্রমে প্রভাষক পদে আনুষ্ঠানিক নিয়োগ দেওয়া হয়েছে।

চকরিয়া কলেজে সরকারিভাবে চুড়ান্ত নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন ইন্দ্রজিৎ বড়ুয়া প্রভাষক(নন-ক্যাডার) ইতিহাস বিভাগ, সেলিনা খাতুন প্রভাষক (নন-ক্যাডার) ব্যাবস্হাপনা বিভাগ, মোহাম্মদ মাহফুজুল আজিম মাহফুজ, প্রভাষক (নন-ক্যাডার) হিসাব বিজ্ঞান বিভাগ, ইমরুল কায়েস, প্রভাষক(নন-ক্যাডার) ইংরেজি বিভাগ, সানাম আনোয়ার প্রভাষক (নন-ক্যাডার) বাংলা বিভাগ, ফাহমিদা আক্তার, প্রভাষক (নন-ক্যাডার) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রুপম ধর, প্রভাষক (নন-ক্যাডার) গণিত, জয়নাল আবেদীন প্রভাষক (নন-ক্যাডার) ব্যবস্থাপনা বিভাগ, সাইফুল ইসলাম প্রভাষক (নন-ক্যাডার) অর্থনীতি বিভাগ, সাবেকুন্নাহার লিমু প্রভাষক (নন-ক্যাডার) অর্থনীতি, মোরশেদুল আলম কাদেরী প্রভাষক (নন-ক্যাডার) জীববিজ্ঞান বিভাগ, নুসরাত জাহান প্রভাষক (নন- ক্যাডার) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আবদুর রহিম প্রভাষক (নন-ক্যাডার) রাষ্ট্র বিজ্ঞান, ছরওয়ার কামাল প্রভাষক (নন-ক্যাডার) রাষ্ট্র বিজ্ঞান, আলী আকবর প্রভাষক (নন-ক্যাডার) রাষ্ট্র বিজ্ঞান, মুহাম্মদ মাসুদ পারভেজ প্রভাষক (নন-ক্যাডার) হিসাব বিজ্ঞান, মো.জিয়াউল হক প্রভাষক (নন-ক্যাডার) রসায়ন বিভাগ, সবুজ কান্তি ধর প্রভাষক (নন-ক্যাডার) ইংরেজি, জন্নাতুল মাওয়া প্রভাষক (নন-ক্যাডার) অর্থনীতি বিভাগ।

এদিকে চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ১৯ জন শিক্ষককে সরকারিভাবে আনুষ্ঠানিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করার বিষয়টি নিশ্চিত করেছেন
চকরিয়া কলেজের সিনিয়র প্রভাষক ইন্দ্রজিৎ বড়ুয়া, সেলিনা খাতুন, মো.জিয়াউল হক। তারা বলেন, চকরিয়া সরকারি কলেজ এতদাঞ্চলের সর্বপ্রথম ও প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। এই পাঠশালাটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হলেও ৫৫ বছর পর বর্তমান শিক্ষাবান্ধব সরকার আমাদেরকে সম্মানিত করেছে, আত্ম মর্যাদা দিয়েছেন। আমরা মনে করি, এই অর্জন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চকরিয়াবাসির দীর্ঘদিনের একটি প্রাণের দাবি পুরন করেছেন।

একসঙ্গে ১৯ জন শিক্ষক শিক্ষিকা সরকারিভাবে চুড়ান্ত নিয়োগপ্রাপ্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জাতীয় বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর, চকরিয়া সরকারি কলেজ এর দাতা সদস্যদের পরিবার, শিক্ষক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি চকরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

পাঠকের মতামত: