মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বাজার সমূহে করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে মানছে না নিষেধাজ্ঞা। মহাসড়কে যাত্রী নিয়ে চলাচল করছে মালবাহী পরিবহন। সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাজারগুলোতে অব্যাহত রয়েছে গণ জমায়েত।
সরেজমিনে উপজেলার খুটাখালী, ডুলাহাজারা, মালুমঘাট বাজারে দেখা গেছে জনসমাগমের এমনই চিত্র। এসব বাজারে সকাল দুপুর কিছুটা ফাঁকা থাকলেও বিকেলে জমজমাট অবস্থা। এসময় নিষেধাজ্ঞা আরোপ করা দোকানগুলো খোলা রাখার পাশাপাশি ব্যক্তিগত অফিসে চলছে হিসাবনিকাশ ও খোশগল্প।
ডুলাহাজারা বাজারে সোমবার সকালে চট্টগ্রাম অভিমুখী একটি ট্রাক ভর্তি যাত্রী বহন করতে দেখা গেছে। বিষয়টি সচেতন লোকজনের নজরে আসলে তারা দুষছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এর আগেও কক্সবাজার রামু থেকে ছেড়ে আসা ট্রাক ভর্তি ব্রিকফিল্ড শ্রমিক বহনকারী (ঢাকা মেট্রো-ট ১৩-১০০০) নাম্বারের ট্রাক আটক করে মালুমঘাট হাইওয়ে পুলিশ। প্রায় অর্ধশত ব্রিকফিল্ড শ্রমিকদের ছেড়ে দিয়ে পরদিন গাড়িটি মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোর্শেদুল আলম চৌধুরী বলেন, মালবাহী গাড়ীতে যাত্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ। হাইওয়ে পুলিশ এসবের বিরুদ্ধে যথেষ্ট তৎপর রয়েছে। এছাড়া আমাদের আওতাধীন বাজারে গণ-জমায়েত প্রতিরোধে আজ থানা পুলিশসহ যৌথভাবে অভিযান চালানো হয়েছে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম না করতে সরকারীভাবে নিষিদ্ধ করা হয়েছে। সেনাবাহিনী, প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রচারণা চালালেও সাধারণ লোকজন আমলে নিচ্ছে না। অথচ বিশ্বের উন্নত দেশ সমুহ এখন করোনা ভাইরাস আক্রান্তে জর্জরিত। এসব দেশে অব্যাহত রয়েছে মৃত্যুর মিছিল।
করোনার ছোবল থেকে রেহায় পাচ্ছে না বাংলাদেশও। এদেশে প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা এবং উর্ধগতিতে রয়েছে মৃতের তালিকা। তারপরও সাধারণ লোকজনের বিষয়টি এখনো আয়ত্তে আসছে না। আমলে নিচ্ছে না গণ-জমায়েত ও জনসমাগম বিরোধক সরকারি নিষেধাজ্ঞা। ভয়াবহ করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখা কতটুকু গুরুত্বপূর্ণ বুঝে আসছে না তাদের। তা নাহলে এসব জনসমাগমে প্রশাসনিক অভিযানের পরও পূর্বের পরিস্থিতি হতো না!
এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট, জীবানু নাশক ঔষুধ ছিটানো এবং হোম কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের কঠোর পর্যবেক্ষণে রাখতে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। হাটবাজারে সামাজিক দুরত্ব বজায় রাখা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন সেনাবাহিনী, পুলিশ কাজ করে যাচ্ছে কিন্তু মানুষকে কন্ট্রোল করা যাচ্ছেনা।
প্রকাশ:
২০২০-০৪-০৬ ১২:৩৫:৪৯
আপডেট:২০২০-০৪-০৬ ১২:৩৫:৪৯
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়ায় আওয়ামিললীগ ক্যাডার নজরুল সিণ্ডিকেটের দখলে ৩০ একর বনভুমি:
- চকরিয়ায় শিক্ষা ক্যাডার মনিরুল আলমকে ঘুষের বদলেগণপিটুনি
- চকরিয়ার বিষফোঁড়া সিএনজি-টমটম স্টেশন
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- ঈদগাঁও’র নবাগত ইউএনও বিমল চাকমা
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- রামুতে ট্রেনে কাটা পড়ে মোটর সাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু
পাঠকের মতামত: