ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়া বিএন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

mail.google.comচকরিয়া অফিস:

চকরিয়া পৌরসভার ফুলতলাস্থ বিএন স্কুল এন্ড কলেজের ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মো: আতাউল্লাহ। বিদ্যালয়ের শিক্ষক নাজেম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি বশির আল মামুন, সাধারণ সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, শিক্ষানুরাগী আবুল কাসেম, অভিভাবক ডা: সরওয়ার আলম, জুলফিকার আলী ভূট্টো, বিদ্যালয়ের কোÑঅডিনেটর রুকন উদ্দিন, শিক্ষক শওকতুল ইসলাম, শাহনেওয়াজ চৌধুরী, সন্তোষ দাশ, শিক্ষিকা রাজিয়া সোলতানা, সাবিনা ইয়াছমিন ও বিদায়ী ছাত্র মো: তওহীদ প্রমুখ। আলোচনা সভাশেষে ছাত্রছাতীদের উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ##

পাঠকের মতামত: