ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

গাজীপুরে জেব্রা-বাঘ-সিংহের মৃত্যুর জের :

চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে ছিটানো হচ্ছে জীবাণুনাশক

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: ঢাকা ’র গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা, বাঘ ও সিংহের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের চকরিয়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সতর্কতার পাশাপাশি বাড়তি তদারকি করছে পার্ক কর্তৃপক্ষ। সাথে বিভিন্ন বেস্টনিকে জীবাণুমুক্ত রাখতে ছিটানো হচ্ছে ব্যাকটেরিয়া নাশক স্প্রে।

রবিবার সরেজমিন পার্ক ঘুরে দেখা গেছে, চকরিয়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে পার্ক কর্মীরা জলহস্তী, বাঘ, সিংহ, জেব্রা, ওয়াইল্ডবিস্টসহ বিভিন্ন প্রাণীর বেস্টনির মধ্যে খাবার ও বিচরণ স্থানে ব্যাকটেরিয়া নাশক ওষুধ ছিটাচ্ছে।

চকরিয়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আগে কোন সময় ব্যাকটেরিয়া নাশক স্প্রে করা হয়নি। গত একমাসে গাজীপুর সাফারি পার্কে ১৩টি পশু মারা যাওয়ার পর চকরিয়ার সাফারি পার্ককে জীবাণুক্ত রাখতে এই বাড়তি ব্যবস্থা নেয়া হয়েছে।

জানতে চাইলে মাজহারুল ইসলাম চকরিয়া নিউজকে বলেন, গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তিন জাতের প্রাণী মারা যাওয়ায় আমরা বেস্টনিভুক্ত ও উন্মুক্ত হরিণের খাবার স্থানসহ বিচরণ এলাকাকে জীবাণুমুক্ত রাখতে চিকিৎসকের পরামর্শে ব্যাকটেরিয়া নাশক স্প্রে ছিটাচ্ছি। সাথে প্রাণীদের খাবার স্থান পরিবর্তন ছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিচ্ছি। এতে পার্কের কোন প্রাণীই বর্তমানে ঝুঁকিতে নেই।

পাঠকের মতামত: