এম.জিয়াবুল হক, চকরিয়া ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভা শাখার আওতাধীন সাংগঠনিকসহ ৮টি ওয়ার্ড বিএনপির আংশিক আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল ১৯মে’১৮ইং চকরিয়া পৌরসভা বিএনপির আহবায়ক সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম হায়দার, যুগ্ম আহবায়ক অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজী ও যুগ্ম আহবায়ক এম মোবারক আলী কর্তৃক যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্মোক্ত কমিটি সমূহ অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত কমিটির মধ্যে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাকছুদুল কবির কায়েস, সাধারণ সম্পাদক শাহজাহান মনির, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোছন, সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম। ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কুতুব উদ্দিন সাবেক কাউন্সিলর, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক নওশাদ,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুল হক, সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী,সাধারণ সম্পাদক কফিল উদ্দিন,সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মৌলভী শরীফুল ইসলাম। ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজেম উদ্দিন সাবেক কাউন্সিলর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফুল, সাংগঠনিক সম্পাদক জকরিয়া বাপ্পী। ৭নং ওয়ার্ড ক শাখা বিএনপির সভাপতি এনামুল হক বাবু সাবেক কাউন্সিলর, সিনিয়র সহসভাপতি আবদু শুক্কুর, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম। ৭নং ওয়ার্ড খ শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক ইদ্রিছ আহমদ সওদাগর, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম। ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল উদ্দিন রাজা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফোরকান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা ও শওকত হোসেন পারুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন। ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি নুরুল আলম কন্ট্রাক্টর, সাধারণ সম্পাদক আমির আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদ। উক্ত কমিটি সমূহকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আলহাজ সালাহউদ্দিন আহমদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমদের হাতকে শক্তিশালী করতে আগামী ৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। #
এম.জিয়াবুল হক
পাঠকের মতামত: