ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়া পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে – মমেয়র প্রার্থী আলমগীর চৌধুরী

Chakaria Pc (Pora S.Lig) 03-03-2016এম.জিয়াবুল হক,চকরিয়া ::
চকরিয়া বিমানবন্দরস্থ অডিটরিয়ামে বৃহস্পতিবার বিকেলে চকরিয়া পৌরসভা ছাত্রলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথি কক্সবাজার জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও প্রধান বক্তা সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ বলেছেন, চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সভানেত্রী দেশরত্ম শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী তথা নৌকা মার্কার বিজয় নিশ্চিতে সকলকে কাজ করতে হবে। এই জন্য ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। পাশাপাশি ছাত্রলীগের সাংগঠনিক দক্ষতা গতিশীল করতে সকলকে সততা ও নিষ্টার সাথে তৃনমুলে কাজ করতে হবে। কোন ধরণের অন্যায় কাজে ছাত্রলীগের নেতাকর্মী জড়িত হতে পারবেনা।
কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রমিক নেতা ফজলুল করিম সাঈদী, আওয়ামীলীগ নেতা আমিনুর রশিদ দুলাল, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামীলীগ নেতা অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল সাজ্জাদ, যুগ্ম সম্পাদক তানিম মোরশেদ, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের আহবায়ক আবু ইউছুপ জফ, যুগ্ম আহবায়ক বুলেট ফারুক, মিজানুর রহমান, সোহেল রানা পারভেজ, হাবিব উল্লাহ, ১নম্বর ওয়ার্ড সভাপতি দিদার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ২নম্বর ওয়ার্ডের শওকত, ৩নম্বর ওয়ার্ড সভাপতি জাওয়াত, সাধারণ সম্পাদক লতিফ, ৪নম্বর ওয়ার্ড সভাপতি রাজু, ৫নম্বর ওয়ার্ডের শাওন, ৬নম্বর ওয়ার্ডের তোফা, ৭নম্বর ওয়ার্ডের জাহেদ, সোহেল শীল, সাগর, সামরুক প্রমুখ নেতৃবৃন্দ। #

পাঠকের মতামত: