ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

চকরিয়া পৌর বিএনপির কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চকরিয়া পৌরসভার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না স্বাক্ষরিত পত্রে এই কমিটি ঘোষণা করা হয়।

সোমবার জেলা বিএনপির দফতর সম্পাদক কমিটি ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।

কমিটিতে সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দারকে সভাপতি, এম আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক, এম গিয়াস উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কমিশনার মো: নুরুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

পৌরসভা বিএনপির কমিটি ঘোষণা হওয়ায় দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং নব-ঘোষিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে চকরিয়া পৌর বিএনপির নেতাকর্মীরা।

 

পাঠকের মতামত: