এম দিদারুল করিম, পেকুয়া ॥
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি পক্ষ থেকে ২০০ আসনে চুড়ান্ত তালিকা করেছে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। অবশেষে নানান প্রতিকূলতা অবসান ঘটিয়ে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের মনোনয়নের টিকিট নিয়ে দ্বিতীয় বারের মতো লাঙ্গলের হাল ধরেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও কক্সবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ মোহাম্মদ ইলিয়াছ। আজ সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজবুকে মনোয়নের খবর প্রচার হলে সংসদীয় আসন চকরিয়া-পেকুয়ায় রাজনৈতিক অঙ্গনে নানান গুঞ্জন শুরু হয়। এনিয়ে এখন থেকে দেখা দিয়েছে সাধারণ ভোটারদের মাঝে ভিন্ন হিসেব-নিকেষ। তবে মহাজোটের অধিনে নির্বাচন হচ্ছে কিনা এনিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
এদিকে এই খবর মুহুর্তের মধ্যে চকরিয়া-পেকুয়ায় আসনের জাপার নেতা কর্মীদের মাঝে পৌছালে আনন্দ উল্লাসে মেতে উঠে পার্টির নেতা কর্মীরা। খবরটি মুঠো ফোনের মাধ্যে তাৎক্ষনিকভাবে ইউনিয়ন, ওয়ার্ড ও তৃণমুল পর্যায়ে জানিয়ে দেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। অপর দিকে এই খবর নিশ্চত হওয়ায় ইউনিয়ন ওয়ার্ড ও তৃণমুল নেতা কর্মীদের মাঝে চলছে মিষ্টি বিতরণ। এদিকে চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছের সাথে তার মুঠোফোনে কথা বলে মনোনয়নের খবর নিশ্চিত বলে দাবী করেছেন পেকুয়া উপেজলা জাতীয় পার্টির সভাপতি এম জাহাঙ্গীর আলম। তিনি এই প্রতিবেদকে জানান পার্টির নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির এককভাবে নির্বাচনে অংশ গ্রহন করবেন। এরই প্রেক্ষিতে চকরিয়া-পেকুয়া আসটি পুঃনউদ্ধারে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার স্বাক্ষরিত জেলা জাপার সভাপতি মোহাম্মদ ইলিয়াছকে পুঃনরায় মনোয়ন দেন। আজ মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে সকল স্তরের নেতৃ বৃন্ধদের সাথে মতবিনিময় করবেন লাঙ্গলের মনোনয়ন প্রাপ্ত আলহাজ¦ মোহাম্মদ ইলিয়াছ।
এদিকে মোহাম্মদ ইলিয়াছ এমপির মনোনয়ন নিশ্চিত হওয়ায় কক্সবাজার জেলাসহ সংসদীয় আসন চকরিয়া-পেকুয়ায় পার্টির নেতৃবৃন্দরা ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের কাতারে আসতে শুরু করেছে। এবিষয়ে চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ মোঃ গিয়াস উদ্দিন বলেন, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে ঐক্যের কোন বিকল্প নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল সমর্থীত প্রার্থী আলহাজ¦ মোহাম্মদ ইলিয়াছের বিজয় নিশ্চত করতে মাঠে থাকবে জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনসহ সর্ব স্থরের মানুষ।
পাঠকের মতামত: