ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চকরিয়া-পেকুয়া আসনে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় পাটির (এরশাদ) হোসনে আরা আরজু

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনে জাতীয় পাটির (এরশাদ) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি জাতীয় পাটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইলিয়াছ এর সহধর্মিণী জনাবা হোসনে আরা আরজু  বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর দায়িত্বপ্রাপ্ত সহকারী রির্টানিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এর দপ্তরে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ী সবাইকে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

তার আগে সংসদ সদস্য পদপ্রার্থী হোসনে আরা আরজু রাজধানী ঢাকা থেকে নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার হারবাং ইনানী রিসোর্টে পৌঁছলে জাতীয় পাটি চকরিয়া উপজেলা, পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক থানা, চকরিয়া পৌরসভা কমিটি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে বরণ করেন। পরে সেখান থেকে গাড়িবহরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি চকরিয়া উপজেলা পরিষদে মনোনয়নপত্র দাখিল করতে যান। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চকরিয়া উপজেলা মহিলা পাটির সাধারণ সম্পাদক ছেনুয়ারা বেগম এমইউপি, চকরিয়া পৌরসভা মহিলা পাটির সভাপতি রেহেনা খানম রাহু, চকরিয়া পৌরসভা জাতীয় পাটির সভাপতি আবু ছাদেক, সাধারণ সম্পাদক আবদুল হামিদ, চকরিয়া উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব, পৌরসভার সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, মাতামুহুরী সাংগঠনিক থানা সভাপতি টিপু সোলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ জুবায়ের, পেকুয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি এম দিদারুল করিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুব সংহতির সভাপতি মোহাম্মদ মানিক, কৈয়ারবিল ইউনিয়ন জাতীয় পাটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, লক্ষ্যারচর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আনোয়ার হোসেন, মগনামা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মোহাম্মদ আলমগীর, উজানটিয়া ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আবু বক্কর, শীলখালী ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আবু তাহের মেম্বার, পেকুয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, বদরখালী ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি নাছির উদ্দিন জাপা, ঢেমুশিয়া ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রুহুল কাদের, সাধারণ বখতিয়ার উদ্দিন, বিএমচর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি বদিউল আলম, সাহারবিল ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মোসলেম উদ্দিন, ডুলাহাজারা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মোহাম্মদ মুবিন, চিরিঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মোজাম্মেল হক, হারবাং ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি তোফায়েল উদ্দিন, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নুর হোসেন, জাতীয় পাটির নেতা আবুল কাশেম, মৌলভী মোহাম্মদ ফরিদ, ফকির মোহাম্মদ, মনুর আলম, জাকি, মিঠন প্রমুখ।

পাঠকের মতামত: